অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন হিরো আলম। জ্যোতি তাকে নিয়ে মন্তব্য করে নিজের সম্মান নষ্ট করতে চান না বলেও জানিয়েছেন তিনি।
সম্প্রতি একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হিরো আলমের প্রসঙ্গ উঠলে তাকে কোনো শিল্পীই মনে করেন না বলে মন্তব্য করেন জ্যোতিকা জ্যোতি। তাই তাকে নিয়ে কোনো কথাও বলতে চান না এই অভিনেত্রী।
পরে শনিবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে জ্যোতির এমন মন্তব্যের পাল্টা জবাব দেন হিরো আলম।
হিরো আলম বলেন, জ্যোতিকা জ্যোতি একটা দুই টাকার মেয়ে। তাকে নিয়ে আমি মন্তব্য করে আমার সম্মান নষ্ট করতে চাই না। তাকে কেউ চিনে না। আমার সঙ্গে কাজ করার যোগ্যতা নেই তার। ফলে আমাকে নিয়ে তিনি কিভাবে মন্তব্য করতে পারেন বুঝি না।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ