ভোজপুরি অভিনেত্রী মোনালিসার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই, তাঁকে চেনেন না এমন মানুষের সংখ্যা আছে বলে মনে হয় না। সাম্প্রতিক ছবিতে অভিনেত্রীকে ব্রা কাটিং ক্রপ টপ ও লাল শর্ট স্কার্টে দেখা গিয়েছে। বিছানায় বসে পোজ দিচ্ছেন মোনালিসা, মোহময়ী লুক দেখে স্তব্ধ অনুগামীরা নিজেকে সুন্দর দেখাতে অভিনেত্রী বড় গোল কানের দুল পরেছেন। চোখে কাজলও পরেছেন। এই পোশাকে তার বক্ষ বিভাজিকা ছিল দৃশ্যমান, যা খুব স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি নেটজনতার একাংশের। পাশাপাশি শো-অফ করেছেন নিজের টোনড্ বডিও।
সম্ভবত কোনো বিলাসবহুল হোটেল রুমেই নিজের এই ছবিটি তুলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। খোলা চুলে, নুড মেকাপ লুকেই খাটে বসে তুলেছেন নিজের এই সাম্প্রতিক বোল্ড ছবিটি। বলাই বাহুল্য, অভিনেত্রী নিজেই নিজের এই লুক শেয়ার করে নিয়েছেন। অভিনেত্রী নিজের এই ছবি শেয়ার করে নেওয়ার পর থেকেই বেশিরভাগেরই নজরে এসেছে তার বক্ষ বিভাজিকা। আর সেই সূত্রেই গোটা নেটমহলে উষ্ণতা ছড়িয়েছেন মোনালিসা। আপাতত সেই সূত্রেই অনুরাগীদের পাশাপাশি নেটজনতার একাংশের মাঝে চর্চিত তিনি।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ