রাজ-পরীমনির ছেলে রাজ্যের ৬ মাস উদযাপন


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১২/০২/২০২৩, ৯:৫৩ অপরাহ্ণ /
রাজ-পরীমনির ছেলে রাজ্যের ৬ মাস উদযাপন

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটি পরীমনি ও শরিফুল রাজ বাবা-মা হয়েছেন। ১০ আগস্ট ২০২২ সালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম হয়। ছয় মাস পূর্ণ করল শাহীম মুহাম্মদ রাজ্য। ছেলের ছয় মাসে পা দেওয়ার বিশেষ দিনটি ঘরোয়া আয়োজনেই উদযাপন করেছেন তার বাবা-মা।

শনিবার (১১ ফ্রেবুয়ারি) রাতে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন পরীমনি। যেখানে হাস্যোজ্জ্বল পরিবারের ছবি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ছয়টি কেক, আর তিনজনের হাসিমুখ। পরীমনি লিখেছেন, আমাদের ছেলের ছয় মাস পূর্ন হলো আলহামদুলিল্লাহ। সঙ্গে একটি হৃদয়ের ইমোজি। ছয় মাসের শুভেচ্ছা বাজান।

গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ করতে গিয়েই চিত্রনায়ক রাজের প্রেমে পড়েন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনি। যেই প্রেম পরিণতি পায় রাজ্য’র আগমনে। গেল আগস্টে রাজ-পরী দম্পতির ঘরে জন্ম নেয় রাজ্য।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ