ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া শুরু করেছেন নতুন চলচ্চিত্রের কাজ। ‘ফুটবল ৭১’ শিরোনামের ছবিটির শুটিং শুরু হয়ে গেছে । সরকারি অনুদানের চলচ্চিত্রটি পরিচালনা করছেন ‘দেবী’ খ্যাত পরিচালক অনম বিশ্বাস। এতে নুসরাত ফারিয়ার বিপরীতে দেখা যাবে আরেক জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভকে।
স্বাধীন বাংলা ফুটবল দলের আসল চিত্র ও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে পরিচালক অনম বিশ্বাস নির্মাণ করছেন ‘ফুটবল ৭১’। গতকাল থেকে রাজধানীর পুরান ঢাকায় শুরু হয়েছে ছবিটির শুটিং।
এতে মূখ্য দুই চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। তবে পরিচালক জানালেন প্রথম তিন দিনের শুটিংয়ে শুভ ও নুসরাত কেউ থাকছেন না। তারা তিন-চারদিন পর শুটিংয়ে যোগ দেবেন।
নির্মাতা জানালেন, প্রথম কয়েকদিন পুরান ঢাকায় শুটিং হলেও এরপর মানিকগঞ্জসহ দেশের নানা প্রান্তে শুটিং হবে। প্রথম কয়েকদিন শুভ-ফারিয়ার শুটিং নেই। কয়েকদিন পর থেকেই শুরু হবে তাদের দৃশ্যধারণ।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ