patrika71
ঢাকাবৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

ফুটবল ৭১ সিনেমার শুটিংয়ে ফারিয়া

বিনোদন ডেস্ক
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া শুরু করেছেন নতুন চলচ্চিত্রের কাজ। ‘ফুটবল ৭১’ শিরোনামের ছবিটির শুটিং শুরু হয়ে গেছে । সরকারি অনুদানের চলচ্চিত্রটি পরিচালনা করছেন ‘দেবী’ খ্যাত পরিচালক অনম বিশ্বাস। এতে নুসরাত ফারিয়ার বিপরীতে দেখা যাবে আরেক জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভকে।

স্বাধীন বাংলা ফুটবল দলের আসল চিত্র ও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে পরিচালক অনম বিশ্বাস নির্মাণ করছেন ‘ফুটবল ৭১’। গতকাল থেকে রাজধানীর পুরান ঢাকায় শুরু হয়েছে ছবিটির শুটিং।

এতে মূখ্য দুই চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। তবে পরিচালক জানালেন প্রথম তিন দিনের শুটিংয়ে শুভ ও নুসরাত কেউ থাকছেন না। তারা তিন-চারদিন পর শুটিংয়ে যোগ দেবেন।

নির্মাতা জানালেন, প্রথম কয়েকদিন পুরান ঢাকায় শুটিং হলেও এরপর মানিকগঞ্জসহ দেশের নানা প্রান্তে শুটিং হবে। প্রথম কয়েকদিন শুভ-ফারিয়ার শুটিং নেই। কয়েকদিন পর থেকেই শুরু হবে তাদের দৃশ্যধারণ।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ