বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন। সানি লিওনের শো’য়ের আগে ভেন্যুতে গ্রেনেড হামলা মণিপুরের ইম্ফলের একটি ফ্যাশন শোতে রোববার (৫ ফেব্রুয়ারি) উপস্থিত থাকার কথা ছিল সানি লিওনের। তবে সেই অনুষ্ঠানের একদিন আগে শনিবার (৪ ফেব্রুয়ারি) ভয়াবহ বিস্ফোরণে কেপে উঠল শহর। যদিও এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানাগেছে, শনিবার ভোর সাড়ে ৬টার দিকে ইম্ফলের হাত্তা কাংজেইবুং এলাকা কেপে ওঠে বিস্ফোরণের শব্দে। যেখানে সানি লিওনের যাওয়ার কথা সেই স্থান থেকে মাত্র ১০০ মিটার দূরে এই বিস্ফোরণ ঘটেছে।
বিস্ফোরণের ঘটনাটি কারন এখনো জানা যায়নি। কোনো এক্সপ্লোসিভ ডিভাইস, নাকি গ্রেনেড থেকেই এমন ঘটনা ঘটল তা এখনও নিশ্চিত নয়। এখন পর্যন্ত কোনো সন্ত্রাসবাদী দল এই ঘটনার দায়ভার স্বীকার করেনি।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ