ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। টিভি কিংবা অনলাইন মাধ্যমে তার কোনো নাটক প্রকাশ পেলেই হুমড়ি খেয়ে পড়েন দর্শক। অল্প সময়েই তার ইউটিউব নাটকে চলে আসে মিলিয়ন মিলিয়ন ভিউ।
এবার ছোট পর্দা থেকে বড় পর্দায় আসছেন নিশো। তরুণ নির্মাতা রায়হান রাফির হাত ধরে নাকি সিনেমায় অভিষিক্ত হচ্ছেন তিনি।
জানা গেছে, ১৭ ফেব্রুয়ারি থেকে ঢাকার অদূরে সিলেটে শুরু হতে যাচ্ছে এই তারকার প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’র শুটিং।
নির্মাতা রায়হান রাফি বলেন, আমাদের প্রস্ততি শেষ পর্যায়ে। লোকেশন রেকি করতে আমি সিলেটে এসেছি, কারণ এখানেই টানা ৩৫ দিন শুটিং হবে। ছবির ক্যামেরা ওপেন হবে সিলেটে, এরপর ঢাকার বিভিন্ন জায়গায় শুট হবে।
ছবিটিতে আফরান নিশো ছাড়াও তার সঙ্গে থাকছেন চিত্রনায়িকা তমা মির্জা। তিনি বলেন, আমরা এখন রিহার্সেল করছি, লুক সেট করছি। এই ছবিটির জন্য যে ধরণের লুক দেখা যাবে এমন ধরণের গল্পে এরকম লুক আগে কারও দেখা যায়নি। খুবই সুন্দর লুক এসেছে। আমি তো অপেক্ষায় আছি যে, কবে শুটে যাবো!
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ