গতবছর ২৯ মে রাখি বিবাহ-বন্ধনে আবদ্ধ হন স্বামী আদিল দুরানির সঙ্গে। গ্রেফতার করা হয়েছে রাখি সাওয়ন্তের স্বামী আদিল দুরানি খান ৷ রাখির করা এফআইআরের ভিত্তিতে মঙ্গলবার সকালে আদিলকে গ্রেফতার করে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদ এবং তাঁর বয়ান রেকর্ডের জন্য় আদিলকে থানায় নিয়ে যাওয়া হয়। তদন্ত শেষ না-হলে এ নিয়ে কিছুই বলা যাবে না।
জানাগেছে,রাখি তাঁর স্বামীর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি, অন্য মহিলার সম্পর্ক রয়েছে তাঁর স্বামীর ৷ আদিল নাকি রাখিকে মারতে সকাল সকাল তাঁর বাড়িতে এসেছিল ৷ রাখি বলেন, ও কিছু না বলে সকাল সকাল আমার সঙ্গে দেখা করতে এসেছিল ৷ আর আমার সঙ্গে ও রীতিমতো জবরদস্তি শুরু করে ৷ আমি এর আগেও দু’বার পুলিশের কাছে আদিলের নামে মামলা করেছি ৷ কিন্তু সংবাদ মাধ্যমকে সামনে কখনও এসব বলিনি ৷
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ