সাতপাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ-কিয়ারা


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ০৮/০২/২০২৩, ১২:২৪ পূর্বাহ্ণ /
সাতপাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ-কিয়ারা

দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকালে রাজস্থানের জয়সালমীরের সূর্যগড় হোটেলে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে মালা বদল করেন তারা। জানা যায়, এসময় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। ভারতীয় একাধিত সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। তবে সিদ্ধার্থ বা কিয়ারা এখনো তাদের সামাজিকমাধ্যমে বিয়ের ছবি-তথ্য প্রকাশ করেননি। ধারণা করা হচ্ছে, রাতের মধ্যেই তাদের বিয়ের ছবি প্রকাশ্যে আসবে। এর আগে সোমবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিয়ারা-সিদ্ধার্থের সংগীত অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন শহিদ কাপুর, মিরা রাজপুত, করণ জোহর, মনীশ মালহোত্রা প্রমুখ।

মঙ্গলবার সকাল থেকে ছিল সাজ সাজ রব। গোলাপী রংয়ের থিমে সাজানো হয়েছে গোটা মণ্ডপ। সূত্রের খবর, সাদা ও সিলভার কালারের শেরওয়ানি পরেছেন সিদ্ধার্থ। মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকে সেজেছেন কিয়ারা। হালকা গোলাপি রংয়ের লেহেঙ্গা পরেছেন তিনি। বিয়েতে উপস্থিত হয়েছেন কিয়ারার বন্ধু ইশা আম্বানি সহ শাহিদ কাপুর, মীরা কাপুর, করণ জোহর, জুহি চাওলা সহ বলিউডের আরও অনেক তারকা। অন্যান্য তারকার বিয়ের মতোই কিয়ারা ও সিদ্ধার্থের বিয়েতে মোবাইল নিয়ে প্রবেশে বিধিনিষেধ রয়েছে।

এদিন সূর্যগড়ে দুটি দুর্গে আয়োজন করা হয়েছিল গায়ে হলুদের অনুষ্ঠান। জানা গিয়েছে, দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ছিল বিয়ের লগ্ন। সাদা ঘোড়া চেপে বিয়ে করতে আসেন সিদ্ধার্থ। এখানেই শেষ নয়, গোটা বলিউডের জন্য ১২ ফেব্রুয়ারি মুম্বইয়ে রয়েছে রিসেপশন পার্টি। বিয়ের পর সিদ্ধার্থের বর্তমান বাড়িতে উঠবেন নবদম্পতি। তবে কিয়ারার জন্য জুহুতে নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিনেতা।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ