২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ করেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। গত বছরে ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন রাজ-পরী।
গত ১০ আগস্ট রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন অভিনেত্রী পরীমণি। ছেলে রাজ্যকে ছাড়া কোথাও দেখা যায় না অভিনেত্রীকে। সন্তান জন্মের পর তাকে ঘিরেই যত আয়োজন তার। এবার ছেলের মুখে ভাত তুলে দেয়ার জন্য স্বর্ণের বাটি ও চামচ কিনলেন অভিনেতা রাজ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেজে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এক স্ট্যাটাসে চামচ ও বাটির কয়েকটি ছবি পোস্ট করেন পরীমনি।
ফেসবুক স্ট্যাটাসে পরী লিখেছেন, বাজানের মুখে ভাতের আয়োজন। রাজ মিথ নিয়ে ফানটা খুব আরাম করেই করে। এসব ছেলের বাবার কান্ড। সুন্দর না? এসবে কেউ আদিখ্যেতা মনে করলে আমার কিন্তু ভালোই লাগবে।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :