বিরল ও কঠিন রোগে ভুগছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও নিজের অভিনয় দক্ষতায় সকলের মন জয় করেছেন। তবে এই মুহূর্তে নায়িকা অসুস্থ, হাসপাতালে ভর্তি। অভিনেত্রী নিজে ইনস্টাগ্রামে দুটি ছবির একটি কোলাজ তৈরি করেছেন এবং লিখেছেন, একটি দিনে কী পার্থক্য হয়েছে। প্রথম ছবিতে অভিনেত্রীকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। পরবর্তী ফ্রেমে ইলিয়ানাকে ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে দেখা যাচ্ছে। মনে হচ্ছে তিনি বাড়িতে ফিরে আসার পরে ছবিটি ক্লিক করা হয়েছিল৷ এদিকে ইলিয়ানার অসুস্থতার খবরে তার ভক্তরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন।
জানা গেছে, শরীরে হঠাৎ পানির পরিমাণ কমে যায় ইলিয়ানার। তাই সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। ৩ বোতল আইভি ফ্লুইড বা স্যালাইন দেওয়া হয় তাকে। এখন কিছুটা স্থিতিশীল তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের শরীরের আপডেটের খবরও ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন এ অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি পোস্ট করে ইলিয়ানা লিখেছিলেন, গত কয়েকদিনে যারা আমার খোঁজ নিয়েছেন, আমার স্বাস্থ্যের কথা ভেবে উদ্বেগ প্রকাশ করছেন, তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপাতত আমি ভালো আছি, স্থিতিশীল রয়েছি। সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেয়েছি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবো।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :