সেমি-প্রেগন্যান্ট লাগছে আমাকে- উরফি জাভেদ


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ৩১/০১/২০২৩, ১১:৪৮ অপরাহ্ণ /
সেমি-প্রেগন্যান্ট লাগছে আমাকে- উরফি জাভেদ

ফ্যাশন জগতের বিতর্কিত নাম উরফি। তবে পোশাক নিয়ে বরাবরই সাহসী ফ্যাশন কুইন উরফি। বিতর্ক, আলোচনা-সমালোচনা কোনো কিছুই তাঁকে প্রকাশ্যে বোল্ড লুকে আসতে বাধা দিতে পারেনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উরফিকে নিয়ে নয়া জল্পনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া একপোস্টে সাদা বিকিনিতে, চারপাশে মোটা সুতো আর তার দিয়ে নিজেকে ঘিরে রাখতে দেখা গেল উরফিকে। তবে বোল্ড লুকের পাশাপাশি এই ভিডিয়োতে উরফির স্ফীত পেট দেখা যাচ্ছে। যা দেখে নেটিজেনদের মন্তব্য ‘উরফি প্রেগন্যান্ট নাকি?

সত্যিই কি মা হতে চলেছেন উরফি জাভেদ। খোলামেলা পোশাকে উঁকি মারছে বেবিবাম্প, ফোলা পেট দেখা মাত্রই মা হওয়ার জল্পনা তুঙ্গে। তবে বিয়ের আগে কার সন্তানের মা হতে চলেছেন উরফি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভক্তরা। জল্পনায় মুখ খুলে রীতিমতো বোমা ফাটালেন উরফি।

নেটিজেনদের এই প্রশ্নের জবাব দিয়েছেন উরফি নিজেই। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ফোলা পেটের ছবি আপলোড করে উরফি লিখেছেন, আজকাল সমান পেট মিথ হয়ে গিয়েছে। ফলে একটু চর্বি থাকলে খুব বেশি ভাবনাচিন্তা করার দরকার নেই। এরপর উরফি আরও লেখেন, আমার পিরিয়ড শুরুর প্রথম দিনে শ্যুটটা করেছি। ফলে একটু ব্লোটেড ছিলাম। তাই সেমি-প্রেগন্যান্ট লাগছে আমাকে।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ