কনসার্টের জন্য ২ কোটি ২৪ লাখ ডলার নিয়েছেন গায়িকা বিয়ন্সে


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ২৭/০১/২০২৩, ১০:০৯ অপরাহ্ণ / ০ Views
কনসার্টের জন্য ২ কোটি ২৪ লাখ ডলার নিয়েছেন গায়িকা বিয়ন্সে

বিশ্বখ্যাত গায়িকা বিয়ন্সে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে শনিবার (২১ জানুয়ারি) দুবাইয়ের ওই বিলাসবহুল হোটেলে একটি কনসার্ট করেছেন।

আর সেই কনসার্টের জন্য তিনি কত টাকা নিয়েছেন তা শুনলে চোখ কপালে উঠতে পারে! দুবাইয়ের বিলাসবহুল হোটেল আটলান্টিস দ্য রয়্যালের এই কনসার্টের জন্য ২ কোটি ২৪ লাখ ডলার নিয়েছেন বিয়ন্সে। যা বাংলাদেশি মুদ্রায় ২৫৩ কোটি টাকার বেশি!

কনসার্টটিতে গায়িকা পারফর্ম করেন তার আলোচিত গান ‘ব্রাউন স্কিন গার্ল’। যে গানে মায়ের সঙ্গে পারফর্ম করেন বিয়ন্সের এগারো বছর বয়সী কন্যা আইভি কার্টারও।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ