নিজেকে কোটি টাকার গাড়ি উপহার দিলেন সুস্মিতা সেন


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ২৩/০১/২০২৩, ৭:৩৫ অপরাহ্ণ /
নিজেকে কোটি টাকার গাড়ি উপহার দিলেন সুস্মিতা সেন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন নিজেকে দুরন্ত বিলাসবহুল গাড়ি উপহার দিলেন। শনিবার অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে গাড়ির একটি ভিডিয়োও শেয়ার করেছেন তাঁর ভক্তদের জন্য।

ইতিমর্ধ্যেই রয়েছে নানান বিলাসবহুল বিদেশি গাড়ি ৷ এবার সেই কালেকশনে যোগ হল নতুন একটি কালো মার্সেডিজ বেঞ্জ এএমজি জেএলই ৫৩। যার মূল্য ১ কোটি ৬০ লক্ষ টাকারও বেশি।

সুস্মিতা ইনস্টায় যে ভিডিয়োটি শেয়ার করেছেন, তাতে দেখা যায় প্রথমবার গাড়িটিকে আচ্ছাদন খুলে সামনে আনছেন তিনি ৷ তাঁর সঙ্গে রয়েছেন তাঁর কিছু কর্মীও ৷ তাঁরাও এদিন শুভেচ্ছা জানান অভিনেত্রীকে ৷ নীল ভেলভেটের

ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখেছেন, সেই মহিলা যে গাড়ি চালাতে ভালোবাসে, সে নিজেকে আজ এক দুরন্ত এবং শক্তিশালী উপহার দিয়েছে ৷

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ