মধুমিতা সরকারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ২৩/০১/২০২৩, ৩:০৯ অপরাহ্ণ /
মধুমিতা সরকারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

কলকাতার টেলিভিশন জনকপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর রিলেশনশিপ স্টেটাস সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি তাঁর উত্তরে বলেন, আমি পুরুষদের ঘেন্না করি। আর এরপরেই তাঁর এই মন্তব্যে গর্জে ওঠে পুরুষ অধিকার কর্মীরা। পাশাপাশি তাঁর এই সাক্ষাৎকারের ভিডিও নিমেষের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

পাশাপাশি পুরুষ বিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে মধুমিতা সরকারের বিরুদ্ধে বারুইপুর থানায় লিখিত অভিযোগ করেন অল ইন্ডিয়া ব্রাদারস ইউনিয়ন, স্বদেশী সমাজ সংস্কার স্বেচ্ছাসেবী সংগঠন, সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চা।

জানা গিয়েছে, টালিগঞ্জ মেট্রো থেকে ইন্দ্রপুরী স্টুডিওর মুখে বিক্ষোভ দেখান তাঁরা। এই বিষয়ে পুরুষ অধিকার কর্মী সাকিব হাসান বলেন, মধুমিতা সরকার নামক অভিনেত্রী কিছুদিন আগে তীব্র কুরুচি করে এবং পুরুষবিদ্বেষী মন্তব্য করেন। তিনি পুরুষ জাতিকে ঘৃণা করেন। এই ধরনের জঘন্য মন্তব্যের কারণে সমগ্র পুরুষজাতি মর্মাহত। ওই অভিনেত্রীকে ক্ষমা চাইতেই হবে। নাহলে এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ