বলিউডের ড্রামা ক্যুইন নামে পরিচিত ছিল রাখি সাওয়ান্ত।কিন্তু আজকাল তাকে কন্ট্রোভার্সি ক্যুইন বললেও ভুল হয়না। কেননা যেখানেই রাখি, সেখানেই বিতর্ক। তার বিয়ে থেকে, সম্পর্ক, বন্ধুত্ব থেকে কাজ কর্ম সব কিছু নিয়েই রয়েছে বিতর্ক। আর রাখি মানেই যাকে বলে ফুল অফ এন্টারটেইনমেন্ট। তাকে নিয়ে সর্বদাই সরগরম থাকে পেজ থ্রির পাতা। তার কান্ডকারখানার জেরে দেদার ট্রোলড ও হন রাখি, কিন্তু তাতে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই।
রাখি সাওয়ান্তকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ । বুধবার (১৮ জানুয়ারি) দিনদোশি আদালতে রাখির আগাম জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু তা নামঞ্জুর করেন আদালত। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করে মুম্বাইয়ের আম্বোলি থানা পুলিশ।
জানা যায়, গত বছরের ৮ নভেম্বর রাখি সাওয়ান্ত ও তার আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করেন বলিউডের আরেক অভিনেত্রী শার্লিন চোপড়া। এ মামলায় রাখিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শার্লিন চোপড়া ট্যুইটে লেখেন, ব্রেকিং নিউজ। আম্বোলি পুলিশ গ্রেপ্তার করেছে রাখি সাওয়ান্তকে। ৮৮৩/২০২২ এই এফআইআরের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। গতকাল মুম্বই সেশন কোর্ট রাখি সাওয়ান্তের আবেদন বাতিল করে দিয়েছে। তাই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :