ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া গুরুতর অসুস্থ হয়ে মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার বিকাল তিনটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাসপাতালের বিছানায় শোয়া একটি ছবি প্রকাশ করে এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
ফেসবুকে পোষ্টে নাদিয়া জানিয়েছেন, গুরুতর গ্যাস্ট্রোলজিক্যাল সমস্যার কারণে গত রাতে হাসপাতালে ভর্তি হয়েছি। এই কারণে আমাকে কয়েকদিনের জন্য আমার সমস্ত শিডিউল বাতিল করতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।
নাদিয়া বলেন, কিছুদিন ধরেই গ্যাস্ট্রো-লিভারের সমস্যায় ভুগছি। হঠাৎ করে স্বাস্থ্যের অবনতি হতে ডাক্তারের পরামর্শে হাসপাতালে আসি। ব্যথাটি অসহ্য ছিল এবং ডাক্তারেরা এখন আমাকে আরো তিন দিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ