শরিফুল রাজ, এখন দর্শকের কাছে পরিচিত এক নাম। তবে অর্ধযুগ আগে র্যাম্প মডেলিং দিয়ে শোবিজে পথচলা শুরু তার। শরিফুল রাজ প্রথম আলোচনায় আসেন ২০১৬ সালে ‘আইসক্রিম’ সিনেমায় অভিনয় করে। সেখানে তার বিপরীতে ছিলেন নাজিফা তুষি।
ভারতের দক্ষিণী সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’ মুক্তির পরই ঝড় তুলেছে। এবার এটি বাংলা ভাষায় ডাবিং হচ্ছে যা মুক্তি পাবে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে। আর সিনেমায় পুষ্পা চরিত্রে অভিনয় করা আল্লু অর্জুনের সংলাপের ডাবিংয়ে কণ্ঠ দিয়েছেন শরিফুল রাজ।
শরিফুল রাজের বলেন, এই কাজটা সত্যি অসাধারণ একটা নতুন অভিজ্ঞতা আমার জন্য। নতুন বিষয়ের মুখোমুখি হতে পছন্দ সব সময়। অন্য দেশের একজন নায়কের মুখে আমার কণ্ঠের সংলাপ বলা রোমাঞ্চকর একটা স্বাদ দিচ্ছে। আশা করি, দর্শকরা এটা উপভোগ করবে।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :