ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।মাত্র ১৭ বছর বয়সে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন শুভশ্রী। হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে গিয়ে ট্রোলের মুখে পড়লেন অভিনেত্রী।
শুক্রবার থেকে শুরু হয়েছে পুরুষদের হকি বিশ্বকাপ। এবারের আয়োজক দেশ ভারত, ওড়িশায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।
সেই উপলক্ষ্যেই শুভশ্রী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক ভিডিও বার্তা শেয়ার করেন। সেখানে তাকে ওয়ার্ল্ড কাপের জায়গায় ‘ওয়ার্ল্ডস কাপস’বলতে শোনা যায়। আর তাতেই বেজায় ট্রোলড হলেন অভিনেত্রী। উচ্চারণে এমন ভুল দেখেই হেসে খুন অনেকে।
কেউ বলছেন, ইংরেজি বলতেই হবে? ভুলভাল বলতে হলে, কী দরকার ইংরেজি বলার? আবার কারো টিপ্পনি, ওয়ার্ল্ডস কাপটা কী আবার? ভগবান, ইংরেজি বলতে না পারলে কেন বলেন? আবার কেউ তো উপদেশও দিলেন, বাংলায় বলুন। লজ্জা পাওয়ার দরকার নেই।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ