বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক।সম্প্রতি মুম্বইয়ের একটি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট অর্থাৎ অস্থিমজ্জা প্রতিস্থাপন সেন্টারের বাইরে পাপারাৎজির ক্যামেরাবন্দি হন হৃতিক। তারপরেই গুঞ্জন ছড়ায়, সম্ভবত রক্ত সংক্রান্ত কোনো অসুখে ভুগছেন তিনি। শুটিং করতে গিয়ে একাধিক বার চোট পেয়েছেন হৃতিক। বিশেষ করে ‘ব্যাং ব্যাং’ ছবির শুটিংয়ের সময়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। রক্ত জমাট বেঁধে যায় মস্তিষ্কে। পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে চলে যায় যে সেবার অস্ত্রোপচারও করাতে হয় তাকে।
জানা গেছে, রক্তজনিত সমস্যায় ভুগছেন হৃতিক। সে কারণেই চিকিৎসাকেন্দ্রের বাইরে আনাগোনা বেড়েছে তার। যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে রোশন পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য মেলেনি।
প্রসঙ্গত, সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনে অবসাদগ্রস্ততা নিয়েও খোলামেলা কথা বলতে শোনা গিয়েছিল হৃতিককে। তিনি জানিয়েছিলেন, ‘ওয়ার’ ছবির শুটিংয়ের সময়ে তাঁর মনে হত, প্রাণটা যেন বেরিয়ে যাচ্ছে। কারণ ওই ছবিটার জন্য তিনি তৈরি ছিলেন না। একটা বড় চ্যালেঞ্জ নিয়ে নিয়েছিলেন তিনি।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ