আশরাফুল আলম ওরফে হিরো আলম সংসদ সদস্য হওয়ার জন্য বগুড়ার দুটি আসন থেকে মনোনয়নপত্রও কিনেছিলেন। আসন দুটি হলো বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এবং বগুড়া-৬ (সদর)। কিন্তু দুটি মনোনয়নপত্রই বাতিল ঘোষণা করা হয়েছে।
রবিবার দুপুরে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে এই আদেশ দিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা কারণ দেখিয়েছেন, হিরো আলমের ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল পাওয়া গেছে। সেখানে কয়েকজন ভোটারের সমর্থন না পাওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এদিকে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রসঙ্গে হিরো আলম বলেছেন, আমি আগেরবার যে ভুল করেছি সে ভুলটা এবার করিনি। এবার আমি একশো পারসেন্ট ভুল করিনি। এরপরও আমার দুটি আসনেই মনোনয়নপত্র বাতিল করা হলো। আমি আজ রাতে ঢাকায় যাবো। আগামীকাল রিট করবো।
এর আগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া-৪ আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলেন হিরো আলম। যাচাই-বাছাইয়ের পর সে সময়ও দুই দফায় তার মনোনয়নপত্র বাতিল হয়। পরে উচ্চ আদালতে গিয়ে প্রার্থীতা ফিরে পেয়েছিলেন হিরো আলম।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :