patrika71
ঢাকামঙ্গলবার - ১০ জানুয়ারি ২০২৩
 1. অনুষ্ঠান
 2. অনুসন্ধানী
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. ইসলাম
 8. কবিতা
 9. কৃষি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. জবস
 13. জাতীয়
 14. ট্যুরিজম
 15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

১৪ বছর বয়সে প্রেমিকের সাথে শারীরিক সম্পর্ক করেন- সানি

বিনোদন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৩ ৮:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

পর্নো তারকা হিসেবে পরিচিত হলেও সেই অন্ধকার জগত থেকে বেরিয়ে এসে বলিউডে জায়গা করেন ভারতীয় বংশোদ্ভূত সানি লিওন। বর্তমানে বলিউডের বিভিন্ন ছবিতে অভিনয় করেই সময় পার করছেন তিনি।

সানির বলিউড ক্যারিয়ার থেকে নীল দুনিয়ার জীবন সম্পর্কে জানতে বেশি আগ্রহী অনুরাগীরা। প্রাপ্ত বয়স্কদের সিনেমায় সানি একাধিক পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন। কিন্তু আপনি জানেন কি—মাত্র ১৪ বছর বয়সে তিনি প্রেমিকের সাথে শারীরিক সম্পর্ক করেন।

এক সাক্ষাৎকারে সানি বলেন, স্কুলে পড়ার সময় থেকেই তার সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। আমায় খুব আতুপুতু করে রাখত। কখনও শুকনো ফল, কখনও ঠান্ডা পানীয় সবই আমার মুখের সামনে ধরত। যত্নআত্তি কার না ভাল লাগে? ওর সঙ্গেই রিসোর্টে গিয়েছিলাম। সেখানেই আমাদের প্রথম মিলন। বাড়িতে অবশ্য লুকিয়ে গিয়েছিলেন এত কিছু। বাবা-মাকে সানি জানিয়েছিলেন, বন্ধুর জন্মদিনের পার্টিতে যাচ্ছেন। সেই প্রথম, তার পর কত সঙ্গী বদলেছেন। নারীদের সঙ্গেও ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে সানিকে। ছেড়ে এসেছেন পর্নোগ্রাফির দুনিয়া।

বর্তমানে সানি এখন ডেনিয়েল ওয়েবারের সঙ্গে সংসার করছেন। ২০১৮ সালে জন্ম দিয়েছেন যমজ পুত্রের।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ