ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি ও অভিনেতা শরীফুল রাজ দুবাই যাচ্ছেন। সেখানে অনুষ্ঠিতব্য ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশ নেবেন তারা।
এ ছাড়া সেই অনুষ্ঠানে আরও থাকবেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চন, সুপারস্টার শাকিব খান, তমা মির্জা ও রায়হান রাফি। আরও অংশ নেবেন উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।
প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এই ইভেন্ট। তাদের আড়ালে থাকা কাজগুলো সবার সামনে তুলে ধরতেই এই আয়োজন।
গণমাধ্যমকে এ বিষয়ে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’র প্রতিষ্ঠাতা মালা খন্দকার জানান, প্রবাসী বাঙালিদের অনুপ্রেরণা দিতেই এই সম্মাননার প্রচলন করা হয়েছে। এ বছর প্রবাসী বাঙালি ছাড়াও বাংলাদেশ থেকেও অনেকে দুবাইয়ে অনুষ্ঠিতব্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন। এবার বেশ কয়েকটি ক্যাটাগরিতে রিয়েল হিরো সম্মাননা দেওয়া হবে।
আগামী ১৫ জানুয়ারি দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছেন ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’র আসর। দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠান।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :