patrika71 Logo
ঢাকামঙ্গলবার , ৬ জুলাই ২০২১
 1. অনুষ্ঠান
 2. অপরাধ
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আন্দোলন
 7. আবহাওয়া
 8. ইভেন্ট
 9. ইসলাম
 10. কবিতা
 11. করোনাভাইরাস
 12. কৃষি
 13. খেলাধুলা
 14. চাকরী
 15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কলকাতায় শুটিং করছেন কাজল

পত্রিকা একাত্তর ডেক্স
জুলাই ৬, ২০২১ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

ad

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা কাজল আগারওয়াল। গত বছর অক্টোবরেই দীর্ঘদিনের প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী। বিয়ের পর অবশেষে শুটিং সেটে ফিরলেন কাজল। উমা নামে ছবিটির কলকাতায় শুটিং চলছে।

সেখানে আজ থেকে অংশ নিচ্ছেন কাজল। এটি পরিচালনা করছেন তথাগত সিং। বিজ্ঞাপন জগতের পরিচিত নাম তথাগত। কাজল আগারওয়ালের পাশাপাশি এই ছবিতে অভিনয় করছেন মেঘনা মালিক, হর্ষ ছায়া, টিনু আনন্দরা। ছবিতে দেখা মিলবে আয়ুষী তালুকদারেরও।

জানা গেছে, ফ্যান্টাসি ফিল-গুড ছবি উমা। কাজলের চরিত্রটি অনেকটা জনপ্রিয় হলিউড ফিল্ম সিরিজ ‘মেরি পপিন্স’-এর প্রধান চরিত্রের আদলে। তবে এটি কোনও রিমেক ছবি নয়।

ছবিটি নিয়ে কাজল জানান, আমি খুব সম্প্রতি উমা সাইন করেছি। এটা একদম মেরি পপিন্স-এর মতো ছবি বলতে পারেন, যেখানে কল্পনার সঙ্গে বাস্তবের দেখা হবে। আমি নাম ভূমিকায় অভিনয় করছি। উমা হলো এমন একটা চরিত্র যা মানুষকে নিজেদের সমস্যার সঙ্গে লড়তে অনুপ্রেরণা দেবে অন্ধকারের মধ্যে সূর্যের কিরণ এই চরিত্র। তবে এই চরিত্রের মধ্যে অনেকগুলো স্তর রয়েছে এর চেয়ে বেশি এই মুহূর্তে কিছু বলা যাবে না।

মোঃ মাসুদ পারভেজ রানা-

ad