patrika71 Logo
ঢাকাসোমবার , ৫ জুলাই ২০২১
 1. অনুষ্ঠান
 2. অপরাধ
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আন্দোলন
 7. আবহাওয়া
 8. ইভেন্ট
 9. ইসলাম
 10. কবিতা
 11. করোনাভাইরাস
 12. কৃষি
 13. খেলাধুলা
 14. চাকরী
 15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নিজের প্রায় ৪০০ এর বেশি অ্যারাবিয়ান ঘোড়া ছিল

পত্রিকা একাত্তর ডেক্স
জুলাই ৫, ২০২১ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ad

এইসব ঘোড়া প্রেসিডেন্ট সাদ্দাম ও তাঁর পরিবারের সদস্যরা অবসরে নিয়ে বের হতেন বা প্রতিযোগিতা করতেন । সাদ্দাম হোসেনকে যতবার ঘোড়ার পিঠে দেখা গেছে ততবারই প্রেসিডেন্ট সাদ্দাম ছিলেন একটি সাদা ঘোড়ার পিঠে, ১৯৮৭ সালে সাংবাদিকরা একবার তাকে প্রশ্ন করেছিলেন আপনার ফার্মে অনেক সুন্দর সুন্দর ঘোড়া থাকতে আপনি এক সাদা ঘোড়া পিঠেই কেন উঠেন?

সাদ্দাম হোসেন বলেছিলেন এই সাদা ঘোড়াই তাঁর পছন্দের সন্তানের মতো, তিনি নিজ হাতে একে গোসল করান নিজে প্রতিদিন শত কাজের মধ্যেও নিজ হাতে খাবার খাওয়ান । ঘোড়াও এতই প্রভুভক্ত যে তাকে ছাড়া আর কাউকে পিঠে নিত না। সাদ্দাম ছাড়া কেউ এই অ্যারাবিয়ান ঘোড়াটিকে বাগে আনতে পারতনা।

( ছবিতে ১৯৮৭ সালে অবসরে সাদ্দাম হোসেন তাঁর বিখ্যাত সাদা ঘোড়ার পিঠে , এবং ১৯৮৮ সালে বাগদাদে সামরিক প্যারেডে বিখ্যাত সেই ঘোড়া )

 • ইফতেখার নাঈম তানভীর
  মহেশখালী
ad