রাজের সঙ্গে পরীমনির বিচ্ছেদ হয়ে গেল


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ৩১/১২/২০২২, ২:৪২ অপরাহ্ণ / ৪৫
রাজের সঙ্গে পরীমনির বিচ্ছেদ হয়ে গেল

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির সঙ্গে বর্তমান সময়ের আলোচিত নায়ক শরীফুল রাজের সুখের সংসার ভেঙ্গে গেল।

শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগ ফেসবুকে পরীমনির এক স্ট্যাটাস দিয়েছেন। তবে স্ট্যাটাসে রাজের সঙ্গে পরীমনির বিচ্ছেদের ব্যাপারটি স্পষ্ট নয়।

পোস্টে পরীমনি লিখেছেন, হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। তিনি আরও লিখেছেন, জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নাই।

স্ট্যাটাসের বিষয় সস্পর্কে জানার জন্য পরীর সঙ্গে যোগাযোগ করা হলে রাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা স্বীকার করেন পরীমনি।

চলতি বছরের ১০ জানুয়ারি প্রকাশ্যে আসে রাজ-পরীর সম্পর্কের খবর। ২১ জানুয়ারি হয় তাঁদের গায়েহলুদের অনুষ্ঠান। ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাঁদের বিবাহ সম্পন্ন হয়৷

একাত্তর পোস্ট/ মাসুদ পারভেজ