এইশা সিং হলেন একজন ভারতীয় টিভি অভিনেত্রী। তিনি ইশক কা রাং সাফেদ ধারাবাহিকে ধানী, এক থা রাজা এক থি রানী ধারাবাহিকে রানী এবং ইশক সুবহান আল্লাহ ধারাবাহিকে জারা চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।
আজ এই অভিনেত্রী ২৫তম জন্মদিন। এইশা সিং ১৯৯৮ সালে ২০ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ভোপালে জন্মগ্রহণ করেন।তিনি পড়েছে ভোপালের শ্রী ভাবানস ভারতী পাবলিক স্কুলে।
২০১৫ সালে কালার্স টিভির ইশক দা রং সফেদ ধারাবাহিকে ধানী চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার ছোট পর্দায় অভিষেক ঘটে। ২০১৬ সালে তিনি জি টিভির ধারাবাহিক এক থা রাজা এক থি রানী তে রানী চরিত্রে অভিনয় করেন।
২০১৮ সাল থেকে তিনি জি টিভির ধারাবাহিক ইশক সুবহান আল্লাহ তে জারা ইরফান সিদ্দিকি/জারা কবির আহমেদ চরিত্রে অভিনয় করছেন।
আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।
পত্রিকা একাত্তর/ মাসুূদ পারভেজ