হিরো আলম বগুড়া-৪ আসনে সংসদ সদস্যপদে নির্বাচন করবেন।
লাঙ্গল প্রতীকে নির্বাচনের সুযোগ না দেওয়া হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নেবেন তিনি।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জাতীয় সংসদ থেকে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় পাঁচটি সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়। এর মধ্যে একটি আসন বগুড়া-৪। জাতীয় সংসদের পাঁচটি আসনে উপনির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তপশিল অনুযায়ী, এসব আসনে ভোট হবে আগামী ১ ফেব্রুয়ারি। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট গ্রহণ করা হবে।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনে সংসদ সদস্য ছিলেন বিএনপির মো. মোশারফ হোসেন। এখান সেখানে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে নির্বাচন করতে চান সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ