ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে “সোনার চর” সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নিজের এলাকা পিরোজপুরে সিনেমা ‘সোনার চর’-এর শুটিংয়ে অংশ নিয়েছেন। সেই শুটিংয়ের একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে , নদীর পাড়ে মাটি আঁকড়ে পড়ে আছেন চিত্রনায়ক জায়েদ খান। কাদা মাখা শরীর, পরনে লুঙ্গি আর সাদা টি-শার্ট, গলায় আছে মাদুলিও। স্থিরচিত্র দেখে হঠাৎ যে কারো মনে প্রশ্ন জাগতে পারে, শীতের সকালে নদী কাদা-জলে কেন জায়েদ খান?
শুটিং চলাকালীন স্থিরচিত্র এটি।জায়েদ খান জানিয়েছেন, এই সিনেমায় তিনি একজন বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন। নিজের বাড়িতে থেকে কাজ করছেন। আগেরবার শুটিংয়ের সময় বাবা-মা বেঁচে ছিলেন। এবার শুটিংয়ে তারা নেই। এজন্য মনটা তার ভালো নেই।
জাহাঙ্গীর সিকদার প্রযোজিত এই সিনেমায় জায়েদ ছাড়াও অভিনয় করছেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ