৪০ বছরে পা রাখলেন শোনালী নাগরানী


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ২১/১২/২০২২, ৯:৫৪ পূর্বাহ্ণ / ৪৯
৪০ বছরে পা রাখলেন শোনালী নাগরানী

শোনালী নাগরানী হলেন একজন টেলিভিশন উপস্থাপক, যিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে উপস্থাপনার দায়িত্ব পালন করে অধিক পরিচিতি লাভ করেছেন। আজ এই অভিনেত্রী ৪০তম জন্মদিন।

শোনালী নাগরানী ১৯৮৩ সালের ২০শে ডিসেম্বর তারিখে ভারতের দিল্লির একটি সিন্ধি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বাগডোগরার বেনডুবির গুড শেফার্ড ইংলিশ স্কুল এবং নতুন দিল্লির ধৌলা কুয়ান শহরের আর্মি পাবলিক স্কুলে পড়াশোনা করেছেন। ২০০৩ সালে তিনি নতুন দিল্লির লেডি শ্রী রাম কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পাশাপাশি তিনি হিন্দি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তিনি ২০০৩ সালে ফেমিনা মিস ইন্ডিয়া নামক সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনালের খেতাব অর্জন করেছিলেন, যার ফলে তিনি মিস ইন্টারন্যাশনাল ২০০৩ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছিলেন; সেখানে তিনি ১ম রানার-আপ হয়েছিলেন। একজন মডেল হিসাবে উপস্থিতির পাশাপাশি, নাগরানী আইপিএল-এ উপস্থাপনা করেছেন এবং টানা চার বছর উক্ত অনুষ্ঠানের সাথে সংযুক্ত ছিলেন। দ্য টাইমস অব ইন্ডিয়া তাঁকে ২০১১ এবং ২০১২ সালে ভারতের “৫০ জন সবচেয়ে আকাঙ্ক্ষিত নারী”-এর একজন হিসাবে ভোট দিয়েছিল।

২০১১ সালে কালারস টিভিতে প্রচারিত জনপ্রিয় রিয়ালিটি টেলিভিশন অনুষ্ঠান বিগ বসের ৫ম আসরে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন; যেখানে তিনি ৮ম স্থান অধিকার করেছিলেন।

আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ