রোববার কাতারে অনুষ্ঠিত হলো বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ। শেষ পর্যন্ত বিশ্বকাপ ট্রফিটি জিতে নেয় মেসির দল আর্জেন্টিনা। এদিকে, খেলা শুরুর আগে মাঠে আনা হয় ট্রফিটি। ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং স্পেনের সাবেক ফুটবলার ইকের ক্যাসিয়াস এই ট্রফি নিয়ে আসেন মাঠে। পরে ম্যাচের আগে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন অভিনেত্রী। 6.175 কেজি ওজনের এবং 18-ক্যারেট সোনা এবং মালাচাইট দিয়ে তৈরি ট্রফিটি।
এর মধ্যে দিয়ে প্রথম ভারতীয় হিসেবে ফিফা ট্রফি উন্মোচন করে ইতিহাস গড়েন দীপিকা।
এই বিশেষ অনুষ্ঠানে দীপিকা পাড়ুকোনকে সাদা শার্ট, বাদামী ওভারকোট, কালো বেল্ট পরে হাসতে দেখা গেছে। দীপিকা তার লুক দিয়ে শুধু তার ভক্তদের স্পন্দনই বাড়াননি, স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার বন্ধুর ভিড়ও তাকে বন্দী করতে দেখা গেছে।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ