কলকাতার জনপ্রিয় সুপারস্টার জিতের সাথে নতুন সিনেমায় জুটি বাঁধলেন বাংলাদেশের বর্তমান সময়ের তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সিনেমার নাম ‘মানুষ’।
জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড প্রযোজিত ‘মানুষ’ সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশি পরিচালক সঞ্জয় সমদ্দার। সিনেমার গল্পও লিখেছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। গত ৩০ নভেম্বর জিতের জন্মদিনে তার প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক পেজে নতুন সিনেমার ফার্স্ট লুক শেয়ার করা হয়।
“মানুষ” সিনেমার শুটিংয়ে অংশ নিতে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে কলকাতায় এর শুটিং শুরু হয়েছে।
মিম বলেন, “মানুষ” ছবিতে আমার চরিত্রের নাম মন্দিরা। একজন পুলিশ অফিসার।
প্রথমে কলকাতার বিভিন্ন লোকেশনে ৮ দিন সিনেমাটির শুটিং হবে। জিৎ ও মিম ছাড়াও এতে আরো অভিনয় করছেন সুস্মিতা চ্যাটার্জি, জিতু কমল প্রমুখ।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :