প্রথমবারের মতো ওয়েব সিরিজে কলকাতার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। বড়পর্দার বাইরে ওয়েব সিরিজেও কাজ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
অনেকদিন ধরে অঙ্কুশ প্রশ্ন শুনে আসছিলেন, যে কবে তাকে ওটিটি’প্ল্যাটফর্মে দেখা যাবে? তিনি সবার উত্তরে বলেছিলেন ভালো গল্প পেলেই ওয়েব সিরিজে কাজ করবেন। এবার তো পরিচালক নির্ঝর মিত্রর নতুন ওয়েব সিরিজ ‘শিকারপুর’-এ দেখা যাবে অঙ্কুশকে। যে সিরিজের পরতে পরতে রয়েছে রোমাঞ্চ আর টান টান উত্তেজনা। তার মধ্যেই গ্রামের চুমকি আর কেষ্টর প্রেমও রয়েছে।
কেষ্টর চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে। চুমকি হলেন সন্দীপ্তা সেন। নায়িকার বাবার চরিত্রে দর্শক দেখবেন কৌশিক গঙ্গোপাধ্যায়কে।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ