ঢাকাই সিনেমার জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। প্রযোজক হিসেবেও সমান সফল তিনি। তার হাত ধরে চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হয়েছেন অনেকেই। এবার ডিপজলের নতুন সিনেমার নায়িকা হচ্ছেন নবাগত কাজল। ডিপজলের নতুন সিনেমা ‘আলী ভাই’-এ কাজলকে নায়িকা হিসেবে দেখা যাবে। এতে তার নায়ক হবে জয় চৌধুরী।
মনতাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমার শুটিং আগামী জানুয়ারিতে শুরু করা হবে। এর আগে কাজলকে পরিপূর্ণ নায়িকা হিসেবে গড়ে তুলতে দীর্ঘ সময় ধরে গ্রুমিংয়ের ব্যবস্থা করেন ডিপজল।মনতাজুর রহমান আকবরের তত্ত্বাবধানে কাজলকে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রের বিশাল ক্যানভাসের খুঁটিনাটি হাতেকলমে শেখানো হয়েছে। নাচ এবং ফাইটও শেখানো হয়েছে বলে জানান এর নির্মাতা।
‘আলী ভাই’সহ ডিপজলপর পরবর্তী আরও ৬টি সিনেমায় কাজলকে নায়িকা করা হবে।এগুলোর মধ্যে রয়েছে ‘সরকার’, ‘বাবুর্চি’, ‘আক্রোশ’, ‘মানিক রতন’ ইত্যাদি।
ডিপজল বলেন, মেয়েটি একেবারে নতুন।ওর মধ্যে সম্ভাবনা দেখেছি।নায়িকা হওয়ার সবগুণ ওর মধ্যে রয়েছে।এজন্য পরিপূর্ণ নায়িকা হিসেবে গড়ে তুলতে ওর জন্য যা করা দরকার তাই করা হয়েছে।আশা করছি, চলচ্চিত্রের শিল্পী সংকটের সময় একজন প্রতিভাময়ী নতুন নায়িকা পাওয়া যাবে।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :