ছেলের ৪ মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ: পরীমনি


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১৩/১২/২০২২, ২:১৭ অপরাহ্ণ / ২৫
ছেলের ৪ মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ: পরীমনি

গত ১০ আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রথবারের মতো পুত্রসন্তানের জন্ম দেন পরীমনি। মা হওয়ার কয়েক মাস আগে থেকে এখনো পর্যন্ত বাইরের সমস্ত কাজ থেকে দূরে রয়েছেন পরীমনি।

পরীমনি ও অভিনেতা শরীফুল ইসলাম রাজের পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্যের বয়স ৪ মাস পূর্ণ হয়েছে রবিবার। এদিন গভীর রাতে কেক কেটে তা পালন করেন পরীমনি এবং তার স্বামী রাজ। পরীমনি একটি ছবি শেয়ার করেছেন নিজের ফেসবুকে।

পরীমনি ক্যাপশনে লিখেছেন, আমাদের ছেলের চার মাস হয়ে গেলো আলহামদুলিল্লাহ। Happy four months Baajaan পাশাপাশি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ছেলে শামীম মুহাম্মদ রাজ্যর নাম। দিয়েছেন লাভ ইমোজি।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ