এবার পটুয়াখালীতে নাটকের শুটিং এর জন্য আসলেন আরশ খান, অনামিকা ঔশী, মনিরা আক্তার মিঠু, শামিম আহমেদ (মনা), আনোয়ার, শাওন মজুমদার সহ আরও অনেক অভিনেতা।
“হোস্টেল লাইফ” নামক নাটকের শুটিং এর জন্য গত শনিবার (৩ নভেম্বর) পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এ তারা আসেন।
এই নাটক টি মূলত হবে একটি বিনোদন নাটক। একটি ছেলে বা একটি মেয়ে হোস্টেলে থেকে পড়াশোনা করলে তাদের সেই হোস্টেলের জীবন টা কেমন কাটবে সেটিই মূলত এই নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
আরশ এবং ঔশী পটুয়াখালীতে আসায় ভক্তরা অনেক আনন্দিত। দিন রাত ভিড় লেগেই থাকছে, শুধু তাদের সাথে একটি সেলফি বা ছবি তোলার জন্য।
পত্রিকা একাত্তর/ মারুফ ইসলাম
আপনার মতামত লিখুন :