ঢাকাই সিনেমার পর্দা কাঁপানো এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল রানা বর্তমানে এখন ভালো নেই। অসুস্থতায় শয্যাশায়ী তিনি। কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। চোখের সমস্যা সেরে ওঠার আগেই ইউরিনে ইনফেকশন দেখা দিয়েছে।
বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে তার ছেলে মাশরুর পারভেজ জানান। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাশরুর পারভেজ।
সেহেল রানা চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন সোহেল রানা নাম ধারণ করে। কিন্তু ১৯৭২ সালে মাসুদ পারভেজ নামে চলচ্চিত্র প্রযোজনা করেন। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ওরা ১১ জন ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন।
মাসুদ পারভেজ ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত। ছাত্রজীবনে ছাত্রলীগের তুখোড় নেতা ছিলেন। তিনি ২০০৯ সালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যপদ গ্রহণ করে জাতীয় পার্টিতে যোগ দেন। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্বাচন বিষয়ক উপদেষ্টা হিসাবে নিয়োগ পান।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :