সোশ্যাল মিডিয়ার অন্যতম সেনসেশন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি । নায়িকাদের বয়স হয়ে গেলে নাকি তাদের প্রতি দর্শকদের আগ্রহ কমে যায়! সেই নিয়ম কোনদিনই স্বস্তিকার জন্য প্রযোজ্য নয়। যত দিন যাচ্ছে, বয়স যত বাড়ছে, স্বস্তিকার রুপ যেন তত খুলছে। তার মত সুন্দরী শুধু টলিউড কেন, বলিউডেও বিরল। চল্লিশোর্ধ স্বস্তিকাকে দেখলে আজও তার পুরুষ অনুরাগীদের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে! বিয়ে ভাঙ্গার পরে একাধিকবার সম্পর্কে জড়িয়েও আজ পর্যন্ত সিঙ্গেল রয়ে গিয়েছেন স্বস্তিকা।
বিয়ের জন্য হঠাৎ পাত্র খুজতে শুরু করছেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সোশাল মিডিয়ায় ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিলেন নিজেই এক পোস্ট তিনি লিখেন, কেমন পাত্র চান স্বস্তিকা? বললেন, গায়ের রঙ শ্যামবর্ণ হলেও চলবে। ফর্সা হতে হবে না। কিন্তু বই পড়তে ভালোবাসতে হবে। গান শুনতে ভালোবাসতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বেড়াতে যেতে ভালোবাসতে হবে। ইংরেজি ব্যবহার না করে বাংলা ভাষায় পুরো ১০ মিনিট টানা কথা বলতে পারতেই হবে।
অভিনেত্রীর ভাষ্য, আমায় না ভালোবাসলেও চলবে, কিন্তু কুকুরদের মাথায় করে রাখতে হবে। এসব গুণ থাকলে যোগাযোগ করবেন, বাকি যা যা পারেন না সেগুলো আমি সামলে নেবো।
স্বস্তিকার এই ‘পাত্র চাই’ বিজ্ঞাপনের সূত্র একটি ফটোশুট। এক সংবাদমাধ্যমের জন্য বিয়ের মৌসুম উপলক্ষে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। সেই ফটোশুটের ভিডিও ঝলক শেয়ার করেই ক্যাপশনে জুড়ে দিয়েছেন উল্লেখিত কথাগুলো।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :