সত্যি, নেইমারের জন্য খারাপ লাগছে- রুবেল


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ২৮/১১/২০২২, ১০:২৪ পূর্বাহ্ণ / ৪০
সত্যি, নেইমারের জন্য খারাপ লাগছে- রুবেল

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন ব্রাজিল সাপোর্টার। কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে এই ম্যাচে ইনজুরিতে পড়েন দলের অন্যতম সেরা তারকা নেইমার। এর ফলে সুইজারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে থাকছেন না নেইমার।

শনিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রুবেল হোসেন হোসেন তার ভেরিফাইড পেইজে লিখেছেন, আমি ছোটবেলা থেকেই ব্রাজিল টিমের সাপোর্টার। সত্যি, নেইমারের জন্য খারাপ লাগছে। আমি কখনোই চাই না, শুধু নেইমার নয় যেকোনো ফুটবলার বিশ্বকাপের মতো এতো বড় আসর থেকে ইনজুরির কারণে ছিটকে যাক।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ