জায়েদ খান বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তিনি ২০০৮ সালে মহম্মদ হান্নান পরিচালিত ভালবাসা ভালবাসা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু হয়। দীর্ঘদিন সিনেমা থেকে দূরে ছিলেন এই অভিনেতা। এবার ‘বাহাদুরী’ সিনেমার মধ্যদিয়ে শুটিংয়ে ফিরলেন জায়েদ খান। তার সাথে “বাহাদুরী” সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌ খান।
২০১৭ সালের ২৫ এপ্রিল বিএফডিসিতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছিল। এরপর বেশকিছু অংশের শুটিং হওয়ার পর বিভিন্ন জটিলতার কারণে সিনেমার বাকি কাজ বেশ কয়েক বছর ধরে বন্ধ ছিল। অবশেষে জটিলতা কাটিয়ে ‘বাহাদুরী’সিনেমার শুটিং শুরু হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। গতকাল শুক্রবার (২৫ নভেম্বর) জায়েদ-মৌ রাজধানীর মিরপুর, পল্লবী থানা ও এর আশেপাশের বিভিন্ন লোকেশানে শুটিংয়ে অংশ নিয়েছেন।
সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে ‘বাহাদুরী’
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ