ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি ফুটবলে আর্জেন্টিনা মেসির অন্ধভক্ত। দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে খেলতে নামেন আর্জেন্টিনা। ৬২ মিনিটের মাথায় গোল করেন অধিনায়ক লিওনেল মেসি। মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে জয় লাভ করেন আর্জেন্টিনা। মেসির গোল তার সঙ্গে আর্জেন্টিনার জয় উচ্ছ্বাস যেন বাধ মানছিল না পরীমনির।
রোববার রাতে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন পরীমনি। ক্যাপশনে তিনি লিখেছেন, মেসি একটা ভালোবাসা। সঙ্গে ছিল লাভ ইমোজি।
ভিডিওতে দেখা যায়, খেলা শেষে প্রতিক্রিয়া জানাতে সাংবাদিকের সঙ্গে কথা বলছেন মেসি। টিভিতে সেই দৃশ্য দেখে মেসিকে ‘উড়ন্ত চুমু’ দিচ্ছেন পরীমনি।
পরীমনির আরেক ভিডিওতে দেখা যাচ্ছে,আর্জেন্টিনার খেলা চলাকালীন ঘুমাচ্ছিলেন রাজ। খেলার মাঝে রাজকে ঘুম থেকে ডাকার একটি ভিডিও পোস্ট করেছিলেন নায়িকা। পরীমনি স্বামী অভিনেতা শরিফুল রাজের প্রিয় দল ব্রাজিল। তাই রাত জেগে পরীকে একাই খেলা দেখতে হয়েছে।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ