শুরু হয়ে গেছে ফুটবল বিশ্বকাপ ২০২২। উন্মাদনায় ভাসছে গোটা বিশ্ব। সেই ঢেউ লেগেছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মনে। সাধারণ মানুষের পাশাপাশি তারকাদেরও রয়েছে খেলা নিয়ে বেশ উত্তেজনা। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসও মেতেছেন এতে। ঢালিউড কুইন অপু বিশ্বাসের প্রিয় দল ব্রাজিল।
অপু বিশ্বাস জানান, পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সাপোর্টার আমি। তাই আর সব ফুটবল ফ্যানদেরও ব্রাজিল সমর্থন করতে অনুরোধ জানাই। আগেও ব্রাজিল দল করতাম, তবে সেটা না বুঝে। এখন ফুটবল খেলাটা বেশ বুঝি, তাই ব্রাজিলই আমার সেরা দল।
অপু বিশ্বাস আরও বলেন, ফুটবল খেলা যারা পছন্দ করেন এবং বোঝেন, তারা আসলেই ব্রাজিলকে সাপোর্ট করেন। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে, যা অন্য দলের ক্ষেত্রে আমি অনুভব করি না।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ