মোনালিসার সংস্কৃতি অঙ্গনে পদচারণা শুরু হয় ১০ বছর বয়সে নাচ ও মডেলিং দিয়ে। নৃত্যশিল্পী হিসেবে তিনি রাষ্ট্রীয় সফরে তুরস্ক যান। মডেলিংয়ে তারিক আনাম খান নির্দেশিত ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপন দিয়ে তিনি প্রথম সকলের নজর কাড়েন। মডেলিংয়ের পাশাপাশি তিনি টেলিভিশন নাটকেও অভিনয় শুরু করেন।
ফিফা বিশ্বকাপ ২০২২ ফুটবল খেলায় মেতেছেন সারাবিশ্ব। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকারাও। ছোটবেলা থেকেই ব্রাজিলের ভক্ত মোনালিসা। হলুদ জার্সি ও এই দলের খেলা তাকে বেশি টানে। এছাড়া, ছোটবেলায় বইয়ের পাতায় ফুটবলের জাদুকর পেলের নাম শুনেও দলটির প্রতি আলাদা টান তৈরি হয়েছে। এখন সেটা আরও বেশি গভীর হয়েছে।
আজ ২৫ নভেম্বর বাংলাদেশের সময় রাত ১ টা ব্রাজিলের খেলা নিয়ে উচ্ছ্বসিত মোনালিসা।
মোনালিসা বলেন, প্রথম দিনের খেলায় ব্রাজিল জয় পাবে। ব্রাজিল অবশ্যই জয়ী হবে। এই দলের সাপোর্টার হিসেবে আমি শতভাগ আত্মবিশ্বাসী। ব্রাজিলের খেলার মধ্যে ছন্দ আছে, যা অন্য দলের নেই। কোনো দলকে ছোট করছি না। কিন্তু, ব্রাজিল অনেক ভালো টিম নিয়ে খেলতে আসছে।
২০১৮ সালের আগস্ট থেকে টিভি পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।তিনি ২০০০ সালে মিস ফটোজেনিক খেতাব লাভ করেন। ২০০২ এবং ২০০৭ সালে বাংলালিংক দেশ টু বিজ্ঞাপনে কাজ করার জন্য তিনি দুই বার মেরিল-প্রথম আলো পুরস্কার এ তারকা জরিপে সেরা নারী মডেলের পুরস্কার লাভ করেন।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :