patrika71 Logo
ঢাকাশুক্রবার , ১৬ জুলাই ২০২১
 1. অনুষ্ঠান
 2. অপরাধ
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আন্দোলন
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. কবিতা
 10. করোনাভাইরাস
 11. কৃষি
 12. খেলাধুলা
 13. চাকরী
 14. জাতীয়
 15. টেকনোলজি
আজকের সর্বশেষ সবখবর

‘এসএসসি-এইচএসসির বিষয়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবসম্মত’

পত্রিকা একাত্তর ডেক্স
জুলাই ১৬, ২০২১ ৭:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

চলতি শিক্ষাবর্ষের এসএসসি-এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত আকারে নেয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আবশ্যিক বিষয়ে আগের পরীক্ষার নম্বর ম্যাপিং করে শুধু ঐচ্ছিক বিষয়গুলোর সংক্ষিপ্ত আকারে পরীক্ষা নেয়া হবে। তেমনটা সম্ভব না হলে নম্বর ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এ সিদ্ধান্তে পরীক্ষার্থীদের আংশিক মূল্যায়ন করা সম্ভব। অটোপাস দিলে কোনো ধরনের মূল্যায়ন করাটা নিশ্চিত করা সম্ভব হতো না, সে কারণে সরকারের এ সিদ্ধান্তকে বাস্তবসম্মত বলে মনে করেন শিক্ষাবিদরা। এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়েই ফলাফল দেয়ার দাবি জানিয়েছে অভিভাবক ফোরাম।

শিক্ষামন্ত্রীর ঘোষিত রূপরেখার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, ‘করোনা পরিস্থিতি বিবেচনায় শিক্ষামন্ত্রী যে রূপরেখা দিয়েছেন এটাই বাস্তবসম্মত। যে রূপরেখা ঘোষণা করা হয়েছে সেখানকার মূল্যায়নে ঘাটতি থাকতে পারে যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করা হয়।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি অনুকূলে আসা মাত্রই এসএসসি-এইচএসসি পরীক্ষা নেয়ার বিষয়ে পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে আগামী সেপ্টেম্বর মাসকে টার্গেট করতে হবে।’

জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক শেখ একরামুল কবির বলেন, ‘সঠিক মূল্যায়ন তো হবে না। না হলে কিছুই হতো না, এখন কিছুটা হবে। এটা যে ফ্রুটফুল (ফলপ্রসু) কিছু হবে তা কিন্তু না। তবে যদি একেবারে পরীক্ষা না হয়, অটোপাস হয়ে যায় তাহলে তো কিছু হতো না। বলা যায় এটা মন্দের ভালো।’

তিনি আরও বলেন, ‘সংক্ষিপ্ত সিলেবাসে হতে পারলেও ভালো হতো। সম্পূর্ণ সিলেবাসে নিতে পারলে সবচেয়ে ভালো হতো। নৈর্বক্তিক বিষয়গুলোতে পরীক্ষা নিলে তাকে মন্দের ভালো বলা যায়।‘’

তবে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু আমাদেরকে বলেন, ‘আমরা আমাদের সন্তানদের অটোপাস চাই না। আগে তাদের ভ্যাকসিন নিশ্চিত করে করে পরীক্ষা নিতে হবে। এর কোনো বিকল্প হতে পারে না।’

পরীক্ষা নিতে না পারলে আগের পরীক্ষার ওপর মূল্যায়ন না করার দাবি জানান তিনি।

তথ্য : জাগো নিউজ২৪