বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোমিনুর রহমান কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
সোমবার সন্ধ্যা ছয় টায় বটিয়াঘাটা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি কবীর আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু বক্কর মোল্যা।
সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিনিয়র সহ সভাপতি মোঃ আহসান কবির, সহ সভাপতি হিরামন মন্ডল সাগর, কার্যনির্বাহী সদস্য এড, সোহেল রানা মোল্যা, সদস্য ইমরান হোসেন মোল্যা ও মহিদুল ইসলাম শাহিন প্রমূখ। সভার শেষে সংবর্ধিত অতিথি কে ফুল ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
পত্রিকা একাত্তর/ আক্তারুল ইসলাম