জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ২০০ (দুইশ) পিচ ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেকের নেতৃত্বে জীবননগর থানার এসআই(নিঃ) এসএম রায়হান, এসআই(নিঃ) মোঃ নাহিরুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানাধীন শাপলাকলিপাড়া সাকিনস্থ ধৃত আসামী মোঃ রিফাত আলীর টিনশেডের এক কক্ষ বিশিষ্ট বসত ঘরের ভেতর হতে আসামী ১। মো: রিফাত আলী (৪২), পিতা-মোঃ রমজান আলী, ২। মোঃ সোহান মিয়া (২৫), পিতা-মোঃ মিজানুর রহমান, উভয় সাং-শাপলাকলিপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়কে ২০/১১/২০২২ তারিখ রাত্র ২০.০৫ ঘটিকার সময় ২০০ (দুইশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান।
পত্রিকা একাত্তর/ তারিকুর রহমান