যুব সংহতি, যুব আন্দোলন, সুন্দর পরিবেশ সুস্থ জীবন পরিচ্ছন্নতা অভিযান ২০২২ বাগেরহাটের এক্টিভিস্তারা বাগেরহাটের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি করেছেন বাগেরহাটের এক্টিভিস্টারা বাগেরহাট শহরের ট্রাফিক মোড়, বাস স্ট্যান্ড এবং সদর হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন দোকান এবং জনসাধারণের মধ্যে সচেতন মূলক ক্যাম্পেইন করেন।
সকালে দশানী ট্রাফিক মোড়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ মুছাবেরুল ইসলাম ক্যাম্পেইনটি উদ্বোধন করেন, বাসস্ট্যান্ডে উপস্থিত থাকেন বাগেরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব তালুকদার আব্দুল বাকী, এবং বাগেরহাট সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক জনাব অসীম কুমার সমাদ্দার ক্যাম্পেইনটি সমাপ্ত ঘোষণা করেন। অতিথিরা বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পরিবেশ সুরক্ষায় সবার এগিয়ে আসা উচিত। পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকতে পারব। আজ শুভসংঘের আয়োজনে শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাস পরিষ্কার করছে, এটা খুবই ভালো উদ্যোগ। শুভসংঘের শুভ কাজগুলো এভাবেই ছড়িয়ে পড়ুক সবার মধ্যে।
বাগেরহাটের এক্টিভিস্তারা সদস্যরা বাগেরহাটের বিভিন্ন এলাকাতে ব্যাপক জন সচেতনামূল পরিচালনা করেন এবং বাগেরহাট তিন স্থা ডাস্টবিন স্থাপন করেন জনসাধারণকে ডাস্টবিনের ময়লা ফেলতে উদ্বুদ্ধ করা হয়।
পত্রিকা একাত্তর/ শেখ আবু তালেব