চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়েজনে ২০.১১.২০২২ তারিখ দুপুর ১:৩০ ঘটিকায় চুয়াডাঙ্গা সদর থানাধীন শহীদ হাসান চত্বরে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে সড়কের শৃঙ্খলা এবং সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
জেলা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক স্টিকার, যেমন- Safe Drive, Save life (নিরাপদে চালাই গাড়ি, জীবন নিয়ে বাড়ি ফিরি), No Helmet, No Fuel (হেলমেট নেই তো জ্বালানিও নেই) বিভিন্ন যানবাহনে দেয়া হয়।
উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিনুল ইসলাম খান, সম্মানিত জেলা প্রশাসক চুয়াডাঙ্গা, জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) চুয়াডাঙ্গা, আলমগীর কবীর, ডিআইও(১),
চুয়াডাঙ্গা, মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা থানা, শেখ শফিকুর রহমান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ওলিউজ্জামান, টিআই (প্রশাসন), চুয়াডাঙ্গা সহ চুয়াডাঙ্গা জেলা পরিবহন নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথি বৃন্দ।
পত্রিকা একাত্তর/ তারিকুর রহমান