লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে নাবিল হোসেন(১৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নাবিল হোসেন রামগতি উপজেলা চর রমিজ ইউনিয়নের ফরাজি বাড়ির মোঃ মুরাদ উদ্দিনের বড় ছেলে এবং বিবিরহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণী ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায় সকাল ৮ ঘটিকায় বৈদ্যুতিক পিলারে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎ তারে স্পষ্ট হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে হাসপাতাল নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘােষনা করে।
রামগতি থানার অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলে আমার পুলিশ টিম উপস্থিত হয়েছে। ছাত্রের লাশ থানায় আনা হয়েছে। আইনি কাজ শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হবে।
পত্রিকা একাত্তর/ তারেক মাহমুদ