patrika71
ঢাকাশনিবার - ১৯ নভেম্বর ২০২২
 1. অনুষ্ঠান
 2. অনুসন্ধানী
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. ইসলাম
 8. কবিতা
 9. কৃষি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. জবস
 13. জাতীয়
 14. ট্যুরিজম
 15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

মঙ্গল প্রদীপ জ্বেলে শুভ উদ্বোধন নড়াইলে পিঠা ও নবান্ন উৎসব

জেলা প্রতিনিধি, নড়াইল
নভেম্বর ১৯, ২০২২ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে পিঠা ও নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯টায় নড়াইল পৌরসভার ধোপাখোলা এলাকায় ”নন্দন কানন” নামক একটি সংগঠনের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মঙ্গল প্রদিপ জ্বেলে শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ এরপর নেচে গেয়ে নবান্ন উৎসবকে বরণ করে নেন সংগঠনের শিল্পীরা। এ সময় গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারন সম্পাদক শরফুল আলম লিটু, নন্দন কানন শিশু কিশোর বিকাশ ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সভাপতি সুভাষ বিশ্বাস, সাধারন সম্পাদক ডাঃ মায়া রানি বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীমুল ইসলাম টুলু, অতিরিক্ত পিপি এ্যাডভোকেট আলমগীর সিদ্দিকীসহ সাংস্কৃতিক প্রেমীরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশীত হবে। এসময় জনপ্রিয় শিল্পী গুরুপদ গুপ্ত গান পরিবেশন করবেন।

পিঠা ও নবান্ন উৎসবে পুলি,ভাপা,পাকান,রস পাকান,চিতাই পিঠা সহ ২০ প্রকারের পিঠা প্রদর্শনন করা হয়।

পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু