রংপুরের বিশিষ্ট সাংবাদিক লিয়াকত আলী বাদলকে Brave Journalist Award প্রদান করা হয়েছে। গত ১৪ নভেম্বর সন্ধ্যায় দৈনিক মানবকন্ঠ পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুর অফিসের আয়োজনে নগরীর ধাপ এলাকায় রাইয়ান্স হোটেল এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তার হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, মানসিক হাসপাতালের সিইও মনোয়ারুল কাদির মাসুম, জাপা নেতা মেজবাহুল ইসলাম মিলন, শামীম ছিদ্দিকী, দৈনিক মানবকন্ঠ পত্রিকার বগুড়া অফিস প্রধান আবু সাঈদ, দৈনিক মানবকন্ঠ পত্রিকার রংপুর অফিস প্রধান মহিউদ্দিন মখদুমী, জেলা ছাত্রলীগ সভাপতি এসএম সাব্বির ও সাধারণ সম্পাদক চপল প্রমুখ।
জানা গেছে, লিয়াকত আলী বাদল পেশায় সাংবাদিক। তিনি ১৯৫৯ সালে রংপুর নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ায় জন্ম গ্রহণ করেন। অন্যায়ের বিরুদ্ধে সাহসী কলম যোদ্ধা, শিক্ষিত ও অভিজ্ঞতা সম্পন্ন সাংবাদিক মোঃ লিয়াকত আলী বাদল পেশাগত এবং ব্যক্তিগত জীবনে সফল। ১৯৮১ সালে তিনি দৈনিক নব অভিযান পত্রিকার মাধ্যমে সাংবাদিকতার জগতে প্রবেশ করেন। পরবর্তীতে দৈনিক খবর পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি হিসেবে যোগদান করেন। সর্বশেষ দৈনিক সংবাদ পত্রিকার সাথে জড়িয়ে আছেন ২৪ বছর ধরে।
লিয়াকত আলী বাদল নির্ভিক সাংবাদিক ও নীতি আদর্শে আপোষহীন। তার সাংবাদিকতার ক্ষেত্র খুবই পরিচ্ছন্ন । তিনি কখনো অর্থবৃত্ত বা লোভ লালসা, লেজুড়বৃত্তি মাথায় নিয়ে সাংবাদিকতা করেননি। তিনি স্বাধীন সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠতাকে লোভের শিকলে বেঁেধ রাখেনেনি। ১৯৯৫ সালে কেনা একটি মোটরসাইকেল এখনো তাঁর সঙ্গী। পুরনো মোটরসাইকেলটি নিয়ে সংবাদের খোঁজে এখনো চষে বেড়ান রংপুরের অলিগলি।
১১জন ভাই বোনের বড় সংসারে বেড়ে উঠা সাংবাদিক লিয়াকত আলী বাদল রংপুরের সাংবাদিকতার অঙ্গনে একটি নাম একটি ইতিহাস। তিনি একটি প্রজ্জলিত নক্ষত্রসম। অনেক নবীন সাংবাদিকের সাংবাদিকতার প্রিয় শিক্ষক। টেলিগ্রাম এবং ফ্যাক্সের মাধ্যমে সংবাদ পাঠানো এবং ছাপানো সংবাদ নিয়ে পাঠক প্রতিক্রিয়ার শতশত সত্য গল্প আছে তাঁর জীবনে। প্রতিকূলতা, ভয়ভীতি হামলা-মামলা এবং রক্তচক্ষু উপেক্ষা করে ৪২ বছর ধরে সাংবাদিকতার পথে অবিচল টিকে থাকা চাট্রিখানি কথা নয়। পুলিশের এসআই হিসেবে কর্মরত পিতার ইন্তেকালের পর লিয়াকত আলী বাদল অর্থ উপার্জনের জন্য টিউশনী করেছেন, ঠিকাদারী করেছেন বিভিন্ন ঘাত প্রতিঘাত মোকাবেলা করেছেন। তাঁর ক্ষুরধার লেখনি ক্ষমতাসীনদের ভীত নাড়িয়ে দেয়। দুর্দান্ত সাহসী সাংবাদিক হিসেবে এখনো তাকে রংপুরের সবাই এক নামে চেনে। সাংবাদিক মহলে তাকে ‘তথ্যের হাঁড়ি’ নামে ডাকা হয়।
সাংবাদিকতার অঙ্গনে যখন রাজনৈতিক লেজুড়বৃত্তি, নগ্ন বেহায়াপনা ও বানিজ্যিক সাংবাদিকতা এসে পরিবেশ ঘোলাটে করে দিচ্ছে। তখনও লিয়াকত আলী বাদল সাংবাদিকতার সত্যিকার মিথ আঁকড়ে ধরে আছেন। তথ্যকে পথ্য না করা এবং সাহসী সাংবাদিকতার ক্ষেত্রটিকে ধরে রাখায় দৈনিক মানবকন্ঠ ফাউন্ডেশন রংপুর অফিসের পক্ষ থেকে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে
Brave Journalist Award (সাহসী সাংবাদিক) অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
পত্রিকা একাত্তর/ হামিদুর রহমান
আপনার মতামত লিখুন :